মোল্লাহাটে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ এর আওতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এ ক ও খ বিভাগের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা । সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার ললন কুমার, নুর মোহাম্মাদ খান, হিমাংশু বিশ্বাস, জীবন কৃষ্ণ চৌকিদার, শর্মিষ্ঠা মন্ডলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন প্রমুখ।