মোল্লাহাটে শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-
২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও তথ্য সেবা
প্রকল্পের আয়োজনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। উক্তানুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি
ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা এম এম মিজানুর রহমান,
পরিসংখ্যান কর্মকর্তা সুশান্ত কুমার মহন্ত, সমবায় কর্মকর্তা মোঃ মোরশেক আহমেদ, পল্লি বিদ্যুতের ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান,
ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া জামান, তথ্য সেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাস,
মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মাদ আলী মোহন, দুপ্রক সদস্য শিল্পী
রানী মন্ডল, সহকারী শিক্ষা অফিসার জিবন কৃষ্ণ ও হিমাংশু বিশ্বাস, ব্যাপ্টিস্টের প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, নারী উন্নয়ন সমিতির
সভাপতি নাহিন আক্তার, সাংবাদিক মীর মাসুদ, ব্রাকের শিশু কিশোর সংগঠনের পরিচালক সজিব সরকার প্রমুখ।