মোল্লাহাটে সোমবার(২০ মার্চ) আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর বিষয়ক এক প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম । উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত প্রেস ব্রিফিং এ মোল্লাহাট উপজেলার আশ্রয়ন প্রকল্পের ঘর সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন স্থানীয় সাংবাদিকদের কাছে।
তিনি জানান, আগামী ২২মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের ঘরগুলো হস্তান্তর করবেন। এসময়মোল্লাহাটের ৮৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী ও ২শতাংশ জমির মালিকানা দলিল হস্তান্তর করা হবে। এ উপজেলায় ১ম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৬০টি, ৩য় পর্যায়ে ১৭০টি এবং ৪র্থ পর্যায়ে ৭৫টিসহ মোট ৩৪০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যের আলোকে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী একজন মানুষ ও গৃহহীন থাকবেনা। পর্যায়ক্রমে সকল গৃহহীন মানুষকে গৃহ ও জমি প্রদান করা হবে। প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com