মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। 

বাগেরহাট প্রতিনিধি।।

 বাগেরহাটের মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২৩মে) সকাল ১০ টায় মোল্লাহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রায়হানের চাচী বলেন, রায়হান খুব ভালো একটি ছেলে ছিল, সে ইজিবাইক চালিয়ে তার প্রতিবন্ধী মা ও পরিবারের খরচ যোগাতেন। কিন্তু ইমন চৌধুরী বিদেশে নেবার কথা বলে তার কাছ থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কয়েক মাস ঘুরানোর পর রায়হান যখন বুঝতে পারে যে, ওরা আমাকে আর বিদেশ নিতে পারবে না, তখন সে টাকা ফেরত চায়, এক পর্যায়ে টাকা ফেরত না দিয়ে আসামিগন তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী গত ৬মে রাত ১১ টায় পশ্চিম ভান্ডারখোলা গ্রামের ইমন চৌধুরী, নুর আলম মোল্লা, ফয়সাল ফকির ও ফয়সাল মোল্লা রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভান্ডারখোলা শফিকুল ইসলাম চৌধুরীর বাড়ির পূর্ব পাশে পাকা ব্রিজের উপর নিয়ে মারপিট করে এবং তার শরীরের জোরপূর্বক বিষাক্ত একটি ইনজেকশন পুশ করে দেয় ও অ্যালকোহল জাতীয় কিছু সেবন করিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় রায়হানকে তারা বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়, পরবর্তীতে রায়হানের আর্তনাদ শুনে স্বজনরা তাকে উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্য চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে, সেখানে পরিস্থিতি আরো অবনতি হলে ৯ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, সেখানেই চিকিৎসারত অবস্থায় ১১ মে রায়হানের মৃত্যু হয়।
এ ঘটনায় রায়হানের পিতা এরশাদ কাজী গত ১৫ মে বাগেরহাট জুডিশিয়াল আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার খবর জানতে পেরে আসামিপক্ষ বাড়ি ছেড়ে পালিয়ে ষায়। বর্তমানে বিভিন্নভাবে রায়হানের স্বজনদের হুমকি ধমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন এবং রায়হান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

 

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ