বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপি'র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি শেখ হাফিজুর রহমান, সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং এ লক্ষ্যে সকল নেতাকর্মীদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। এছাড়াও তিনি আগামীতে বাগেরহাট জেলা সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভায় বিএনপির স্থানীয় নেতারা বিভিন্ন সমস্যা উত্থাপন করেন এবং বলেন, আমাদের একতাবদ্ধ হয়ে দলকে আরো শক্তিশালী করে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে, যাতে আমরা জনগণের মন জয় করতে পারি।
সভায় স্থানীয় নেতাদের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনার কথা বলা হয়, যা আগামী নির্বাচনে দলের প্রস্তুতি এবং সদস্য বৃদ্ধি নিয়ে অগ্রসর হবে। সভায় উপস্থিত সকল নেতাকর্মীরা এম এ সালামের নেতৃত্বে কাজ করার সংকল্প ব্যক্ত করেন এবং আগামীতে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য একত্রিত হওয়ার অঙ্গীকার করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
jn