মোল্লাহাটে মঙ্গলবার (১৭ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পর্যায়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
সার্বিক তত্তবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃ দাঃ) মোসাঃ সুমিতাই ইয়াসমিন। উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাবের সুপার ভাইজার শারমীন আক্তার, অশোক কুমার, খাদিজা আক্তার, সাথী মল্লিক, মোঃ মাসুদুর রহমান খান, কানিজ ফাতিমাসহ ৭টি ইউনিয়নের প্রশিক্ষকগন ও ছাত্র/ছাত্রী বৃন্দ প্রমুখ।