বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে রবিবার(৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে, রবি/২০২৩৪-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরলের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা ইসহাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সাইফুর রহমানসহ বিভিন্ দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় কৃষকগন প্রমুখ।
এফআর/অননিউজ