মোল্লাহাটে সোমবার(২৯ আগস্ট) সকালে, ক্রেইন প্রকল্পের বাস্তবায়নাধীন পুষ্টি উন্নয়ন বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত গণশুনানীতে ক্রেইন পুষ্টি প্রকল্পের বিভিন্ন কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন এবং আরো বেগবান করার ব্যাপারে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুবিধাভোগীসহ উপস্থিত সকলে তাদের মতামত তুলে ধরেন।
উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিভূতি মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া বেগম, প্রকল্প বাতবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া ও মোল্লা মিজানুর রহমান, জেলা সিএমও প্লাটফর্মের উপদেষ্টা মূখার্জী রবিন্দ্র নাথ, সহ-সভাপতি হেমায়েত হোসেন খোকন, সদস্য শেখ সাকির হোসেন, টুম্পা আক্তার মীম, তাকিয়া আক্তার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, জেজেএস উপজেলা সমন্বয়কারী নবকুমার সাহা, রূপান্তরের মোবিলাইজার আব্দুল করিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ প্রমুখ।