বাগেরহাট প্রতিনিধিঃ মোল্লাহাটে মঙ্গলবার (২১মার্চ) ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে আয়োজিত উক্ত মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডিডি(পিপি) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা(ভাঃপ্রাঃ) ডাঃ আশাদুজ্জামান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও সাইফুর রহমানসহ বিভিন্ধসঢ়; দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও স্থানীয় কৃষকগন প্রমুখ।
শান্ত/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com