মোল্লাহাটে মঙ্গলবার(৫মার্চ) উপজেলা কৃষি অফিসের আয়োজনে “ কৃষক বাঁচলে, দেশ বাঁচবে” প্রতিপাদ্যের আলোকে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিষয়ক বিভিন্ন স্টল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান শুভ, সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান ও মুক্তা মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, পিআইও মোঃ মফিজুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র পাল, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মিবৃন্দ ও আদর্শ কৃষকগণ প্রমুখ।
এফআর/অননিউজ