মোল্লাহাটে কৃষি পুনর্বাসন সহায়তা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে, যা কৃষকদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের উদ্দেশ্য হলো কৃষকদের স্বাবলম্বী করে তোলা। কৃষক স্বাবলম্বী হলে এবং উন্নতমানের চাষ পদ্ধতি আয়ত্ত করতে পারলে আমাদের কৃষি উৎপাদন ভালো হবে এতে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান বলেন, এই উদ্যোগের মাধ্যমে ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজি বীজ, যেমন বেগুন,পালং শাক, মুলা, লাউ, মটরশুটি সহ নানা ধরনের শীতকালীন সবজির বীজ ও প্রয়োজনীয় সার দেয়া হচ্ছে। তিনি আরও জানান, এই কর্মকাণ্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষি নির্দেশনা মেনে সঠিক সময়ে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক রায়হান শেখ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা অজয় মল্লিক, শাহিদা আক্তার, রুবেল মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুফলভোগী কৃষকগণ।