মোল্লাহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শূরা সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি এবং বাগেরহাট–০১ (বাগেরহাট সদর, মোল্লাহাট ও চিতলমারী) আসনের সম্ভাব্য প্রার্থী মনজুরুল হক রাহাদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে জনগণের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল ও কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। আমরা রাজনীতিকে ক্ষমতার নয়, সেবার মাধ্যম হিসেবে দেখি। সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে রাহাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও কণ্ঠস্বর। তাদের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে অনুপ্রেরণা জোগায়। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের জন্য ও সুনির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, সহ সেক্রেটারি এসএম নাসির উদ্দিন, শুভ বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, হাফেজ মোকারম মিয়া, রবিউল আলম, শাহজাদা হাশেমী, শেখ ইয়াসিন, মোঃ শামীম মোল্লাসহ উপজেলা জামায়েত ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম।

আরো দেখুনঃ