মোল্লাহাটে শুক্রবার(২৮এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনী সেবার দ্বার উম্মোচন” তিপাদ্যের আলোকে, উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যলিটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ আশরাফ আলী, অধ্যক্স এল জাকির হোসেন, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, নির্বাচন কর্মকর্তা ইসহাক, শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপসহকারি প্রকৌশলী মোঃ নূরুজ্জামান, আনসার পরিদর্শক হাফিজা খানমসহ বিভিন্ন
দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
শান্ত/অননিউজ