মোল্লাহাটে শনিবার(৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।
সার্বিক তত্তবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার। অন্যান্যদের মাঝে বক্তব্যদেন ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। কিশোর কিশোরী ক্লাবের খাদিজা আক্তার, সাথী মল্লিক, কানিজ ফাতিমা, ছাবিনা ইয়াসমিনসহ ৭টি ইউনিয়নের প্রশিক্ষকগন ও ছাত্র/ছাত্রী বৃন্দ প্রমুখ।