মোল্লাহাটে রবিবার (১৯ ফেব্রæয়ারী) সকালে, উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় ক্যাম্পেইন কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন করার ব্যাপারে সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। মোল্লাহাটে এবার ১৫হাজার ৪শত লাল ও ২হাজার ৩শত নীল ডোজ টার্গেট করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন অধ্যক্ষ এল জাকির হোসেন, শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, ডাঃ বিভূতি মল্লিক, ডাঃ এস এম আঃ আজিজ, এস আই নাসিমুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, মেডিকেল টেকনোলজিস্ট নার্গিস আক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারি, জনপ্রতিনিধিগণ প্রমুখ। সঞ্চালনা করেন পরিসংখ্যানবিদ এম এ তাহের।