বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে রবিবার(৩০ জুলাই) সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে, জাতীয় মৎস্য সপ্তাহ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, সর্বিক তত্তাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। অন্যন্যদের মাঝে বক্তব্যদেন কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র, যুব উন্নযন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মোল্লা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি, মৎস্য চাষি ও মৎস্যজীবীগন।
এসকেডি/অননিউজ