বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে সোমবার (৯ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বক্তব্যদেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, বিন্দু প্রসাদ, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, শেখ রেজাউল কবির,শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ প্রমুখ। সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
এফআর/অননিউজ