বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে শনিবার(৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ। অন্যান্যদের মাঝে বক্তব্যদেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান শুভ, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, এজিএম মোঃ মাহফিজুর রহমান, প্রভাষক শিতাংশু সমাজপতি, সমবায়ী কৃষক আঃ হামিদ ও বুলু বাড়ৈ প্রমুখ।
এফআর/অননিউজ