মোল্লাহাটে সোমবার(২৭ ফেব্রæয়ারি) জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভাঃ প্রাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ওসি সোমেন দাশ, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল, নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, পল্লি উন্নয় কর্মকর্তা শেখর চন্দ্র, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, পল্লি বিদ্যুৎ এজিএম মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ।