বাগেরহাটের মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মসজিদে ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, টিকা বিভাগের নার্গিস আক্তার ও পরিসংখ্যানবিদ এম এ তাহেরসহ বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধি এবং মসজিদের ইমামগণ। অতিথিবৃন্দ টাইফয়েড রোগের মারাত্মক সংক্রমণ ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ রোগ প্রতিরোধে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসা এবং টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিশু ও প্রাপ্তবয়স্কদের এই রোগ থেকে রক্ষা করার আহ্বান জানান।
jn