মোল্লাহাটে নব যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ এস.এম আশরাফুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সোমবার(১১ ডিসেম্বর) সকালে অফিসার ইনচার্জের অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকগণ নবাগত ওসির সাতে কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে নবাগত ওসি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করেন। এর পুর্বে তিনি বাগেরহাটের রামপাল থানায় দায়িত্ব পালন করেছেন এবং কমিউনিটি পুলিশিং কাজে বিশেষ সফলতার জন্যে আইজিপি পদক অর্জন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ আশ্রাব আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি মোঃ আমির আলী, দপ্তর সম্পাদক আবুল কাসেম কালিম, ক্রীড়া সম্পাদক মুসা কালিম উল্লাহ, সমাজ কল্যান সম্পাদক এম এম জাকির হোসাইন, সদস্য মোঃ জেহাদ শিকদার, মীর মাসুদ প্রমুখ।
এফআর/অননিউজ