মোল্লাহাটে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর ত্রাণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে বৃহস্পতিবার(১০আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এর আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচ এফ ও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে, মোল্লাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোম্পানীর সিএসআর কার্যক্রমের আওতায় উপজেলার কর্মহীন, দুস্থ ও অসহায় ১হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ২কেজি ডাল, ১কেজি লবণ ও ১লিটার সয়াবিন তেল বরাদ্ধ ছিল। ১১ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যমানের এ ত্রান সামগ্রী ভূমিহীন ও গৃহহীন, স্বামী পরিত্যাক্তা অসহায় ও দুস্থ পরিবারকে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, প্লান্ট ম্যানেজার নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান শুভ, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী আরিক ইয়াসির রুশদী, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন ও কে এম মহিউদ্দিন আবির, সহকারী ব্যবস্থাপক মোঃ ইমরান হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ