মোল্লাহাটে আজ শনিবার(২২ অক্টোবর) “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্যের আলোকে, নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু করে র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক অভিজিৎ রানা, উপ-সহকরি প্রকৌশলী পারভেজ হাসান, রিসোর্স ইন্সট্রাক্টর রিপন বালা, ফরেস্টার অমল বাইন, সহকরি শিক্ষা কর্মকর্তা, জিবন কৃষ্ণ ও হিমাংশু বিশ্বাস প্রমুখ।