মোল্লাহাটে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রকল্পের পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ। সঞ্চালনা করেন জেলা নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা সৌরভ চন্দ্র বর্মন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ওসি(তদন্ত) মোঃ মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উম্মে হামিমা, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বণিক সমিতি ও দোকান মালিক সমিতির প্রতিনিধিগণ প্রমুখ।