বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কর্তন করে তিনটি আসন করে গেজেট প্রকাশের বিরুদ্ধে উত্তাল হয়েছে জনতা। জেলার মানুষের প্রাণের দাবি "চারটি আসন বহাল রাখতেই হবে" বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” এই দাবিকে সামনে রেখে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার হাসপাতাল মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে নির্বাচন অফিস ঘেরাও করে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান নেয়। এসময় চারটি আসন ফেরানোর দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীরা।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন “বাগেরহাটের চারটি আসন কেবল সংখ্যার বিষয় নয়, এটি জেলার ঐতিহ্যগত মর্যাদা। এছাড়া দেশের পঞ্চম বৃহত্তর জেলা হিসাবে চারটি আসন এ অঞ্চলের মানুষের অধিকার, এই অধিকার কেড়ে নেওয়া হলে বাগেরহাটবাসী চুপ করে বসে থাকবে না। বক্তাগণ অনতিবিলম্বে বাগেরহাটের চারটি আসন সংযুক্ত করে গেজেট প্রকাশের জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক আহ্বায়ক, উপজেলা বিএনপি'র সভাপতি শেখ হাফিজুর রহমান। পরিচালনা করেন উক্ত
কমিটির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, উপজেলা যুবদল আহ্বায়ক চৌধুরী মুরাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
jn
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com