মোল্লাহাটে বুধবার(২২ মার্চ) প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আশ্রয়ন প্রকল্পের ঘর পেল ৮৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালী সারাদেশের ৪র্থ পর্যায়ের উপকার ভোগীদের মাঝে জমির মালিকানা দলিল ও গৃহের চাবী বিতরণ উদ্বোধন করলে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে, উপকারভোগীদের ২শতক জমির কাগজপত্র ও গৃহের চাবী তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
উপজেলায় ১ম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৬০টি, ৩য় পর্যায়ে ১৭০টি এবং ৪র্থ পর্যায়ে ৭৫টিসহ মোট ৩৪০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যের আলোকে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী একজন মানুষ ও গৃহহীন থাকবেনা। পর্যায়ক্রমে সকল গৃহহীন মানুষকে গৃহ ও জমি প্রদান করা হবে। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহকারী কমিশনার(ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, মুন্সি তানজিল হোসেন (সাবেক), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
শান্ত/অননিউজ