মোল্লাহাটে বৃহস্পতিবার(১৮এপ্রিল) উপজেলা প্রনিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মাার্ট বাংলাদেশ” প্রদিপাদ্যের আলোকে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঘোড়াদাইড় মাঠে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ।
আরো উপস্থিত ছিলেন বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আনিসুর রহমান, দিলিপ বিশ্বাস, খামারী প্রবোধ ঢালি, সাদ্দাম হোসেন, শাহানা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
এফআর/অননিউজ