বাগেরহাটের মোল্লাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ২ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন সহকারী কৃষি অফিসার মো:মেহেদী হাসান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ। কৃষি অফিসার জানান, ৭টি ইউনিয়নের ২৭৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সরকারি সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com