বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে সোমবার (২৯মে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও উম্মে হামিমা, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
এফআর/অননিউজ