বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে অত্র উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ব্যাপারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন অন্যান্য উপজেলা থেকে মোল্লাহাট বিভিন্ন বিষয়ে এগিয়ে থাকলেও শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে রয়েছে, তাই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। ছাত্রদের দুটো বিষয়ে নিবিড়ভাবে মননিবেশ করতে হবে, তার একটি "পড়ালেখা এবং অন্যটি লেখাপড়া" এছাড়া শিক্ষার্থীরা যাতে কোনভাবেই মোবাইল ফোন নিয়ে স্কুলে আসতে না পারে, সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের কঠোর নজরদারি করার নির্দেশনা দেন। বাগেরহাট জেলায় যেন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে পরিচয় দেওয়ার মতো যোগ্য মানুষ গড়ে ওঠে, সে ব্যাপারে আমাদের এখন থেকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, নির্বাহী ম্যাজিস্ট্রেট তড়িৎ কুমার সরকার, অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, উপজেলা জামায়াত ইসলামের আমির মো: হাসমত আলী সরদার, সেক্রেটারি মো: হেদায়েতুল্লাহ, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, অধ্যক্ষ বশির আহমেদ, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com