মোল্লাহাটে বিএনপির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মোহাম্মাদ আলী মোহন, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোল্লাহাট উপজেলা শাখার পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সমন্বয়কারী এমন এ সালাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন ও খাদেম নেয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা বিএনপির সদস্য শেখ অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সদস্য মোঃ মাহমুদুল হাসান, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। প্রধান বক্তা বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মোঃ আকবর আজাদ।

বিশেষ বক্তা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সদস্য সচিব মোঃ ইকরামুল কবির। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

আরো দেখুনঃ