ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার গাড়ফা হাট এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ চলাকালে তিনি বাজারের প্রধান সড়ক ঘুরে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিপু বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোটে নির্বাচিত করেন, তবে মোল্লাহাটবাসীর কল্যাণে কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন।’
গণসংযোগে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।