মোল্লাহাটে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
বাগেরহাট প্রতিনিধিঃ

মোল্লাহাটের আটজুড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমানকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (৩এপ্রিল) দুপুরে, উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, মোল্লাহাটে বিএনপি’র ইউনিয়ন কাউন্সিলকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় হামলা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আটজুড়ী ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীরা গোলমাল/গোলযোগ বাঁধায়। পরবর্তীতে তারা উক্ত ঘটনার জের ধরে একদল সন্ত্রাসীদের নেতৃত্বে শফিকুর রহমানের ওপর অতর্কিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে, এ সময় সন্ত্রাসীরা গুপতি, রামদা ছোরা দিয়ে তার মাথায় মুখে ও পেটে মারাত্মকভাবে জখম করে। সে এখন মুমূর্ষ অবস্থায় খুলনা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা বিএনপি তার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এছাড়া কোদালিয়া, চুনখোলা ও গাংনী ইউনিয়ন বিএনপির নির্বাচন পরবর্তী সময়ে কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা করে গুরুতর আহত করেছে এবং হুমকি ধমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং নির্বাচন মনিটরিং টিমের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন স্থগিত করার জন্য, এছাড়া কোদালিয়া ইউনিয়ন বিএনপি’র যে এক তরফা নির্বাচন হয়েছে তা বাতিল করে পুনর্নির্বাচন দেওয়ার জন্য, কারণ কোদালিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উক্ত নির্বাচনকে ঘিরে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে, যেকোনো সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তিনি এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ শাহেদ আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সদস্য শেখ ইবাদত হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।