মোল্লাহাটে শুক্রবার(১৫মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর বাস্তবায়নে“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রদিপাদ্যের আলোকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ অবহিতকরণ, বাস্তবায়ন এবং অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বর্নাঢ্য এক র্যলি উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে, র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি)তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম, সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ মোরশেক আহমেদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান ও মুক্তা মন্ডল, সেনেটারী ইন্সপেক্টর, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানসহ জনপ্রতিনিধি, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com