বাগেরহাটের মোল্লাহাটে রবিবার (১২ মে) নানা কর্মসূচীতে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো র্যালি, মা সমাবেশ ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।
সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পরিসংখ্যান কর্মকর্তা, তথ্য আপা প্রকল্পের সমন্বয়কারী যুথিকা বিশ্বাস, মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।