মোল্লাহাটে বেগম রাজিয়া নাসের এঁর ২য় মৃত্যু বার্ষিকীতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাগেরহাট প্রতিনিধি ।
মোল্লাহাটে আজ বুধবার(১৬ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ভ্রাতা শহীদ শেখ আবু নাসের এঁর সহধর্মিনী ও বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা বেগম রাজিয়া নাসেরের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পবিত্র
কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং সকল সহযোগি ও অঙ্গ-সংগঠনের
সহযোগিতায়, দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) অনুষ্ঠিত উক্ত মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দোয়া করা হয়। কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের
সার্বিক তত্ববধায়নে ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। অন্যন্যদের মাঝে দোয়ায় শরীক হন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম অলিউজ্জামান, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, সহ সভাপতি শেখ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ এর জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি
মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিলটন ও হাসান মোল্লা হায়দার, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, মোল্লা মিজানুর রহমান, শেখ রফিকুল ইসলাম ও মনিরুজ্জামান মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ লেবিন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, ছাত্রলীগ নেতা আশিকুল আলম তন্ময়সহ উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ-
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।