মোল্লাহাটের ১নং উদয়পুর ইউনিয়নের দৈবকান্দি গ্রামে আজ মঙ্গলবার (৩জানুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে“ ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদ এর উদ্বোধন করা হয়েছে। সমলয় চাষাবাদের আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ঘন্টায় ৮০ শতাংশ জমিতে একই জাতের ধানের চারা রোপন করার সক্ষমতা রয়েছে বলে জানাগেছে।
আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষিকে আরো গতিশীল ও উন্নত করার লক্ষ্যে ১৫ লক্ষ টাকা মূল্যের এ যন্ত্রটি ৫০শতাংশ সরকারি ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষন অফিসার মোঃ মোতাহার হোসেন ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা।
সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা সাইফুর রহমান, সুবিধাভোগি কৃষক মেহেদি হাসানসহ স্থানীয় কৃষকগন প্রমুখ।