মোল্লাহাটে রবিবার(১৭ মার্চ) বিকালে ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প’র সহযোগিতায় ও অস্ট্রেলিয়ান এইড এবং ট্রান্সফর্ম এইড, বাংলাদেশ এর অর্থায়নে এবং ভিডিএফ এর আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্যের আলোকে কোদলিয়া ও আটজুড়ী ইউনিয়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, আটজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, ব্যাপ্টিষ্ট’র ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিন্দ্র নাথ, লাইভলী হুড সুপার ভাইজার যোহন বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী নরেন্দ্র নাথ পাহান, সিমন কুমার ত্রিপুরা প্রমুখ।
এফআর/অননিউজ