মোল্লাহাটে বেসরকারি উন্নযয়ন সংস্থা ব্যাপ্টিস্ট’র পক্ষ থেকে শিশু ও কিশোর কিশোরী ক্লাবে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০এপ্রিল) সকালে পদ্মডাঙ্গা ও ঝুটেশ্বরী এলাকায় ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প(এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় উপজেলার আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের ১৪টি গ্রামে ৪৫টি শিশু সংগঠন ও ৩০টি কিশোর কিশোরী সংগঠনের নেতৃৃবৃন্দের হাতে ফুটবল, ভলিবল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, দাবা ও লুডু দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, হিসাব রক্ষক জন পল কর্মকার, লাইভলীহুড সুপারভাইজার যোহন বিশ্বাস, শিশু অধিকার সহায়ক জেমস বাদল ও সিমন কুমার ত্রীপুরাসহ উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।