মোল্লাহাট, বগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্ট’র আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮মে) বিকালে আটজুড়ী ইউনিয়নের কাঠাদুরা সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের (এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় অধিকার ইস্যুতে স্থানীয় সরকারের সহিত যৌথভাবে সচেতনতা মূলক আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া শনিবার (২৭মে) কোদলিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা মাঠে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রধান শিক্ষক আক্তার ফারুক, হিসাব রক্ষক জন পল কর্মকার, লাইভলীহুড সুপারভাইজার যোহন বিশ্বাস, চাইল্ড পার্টনার মার্ক প্রিন্স, অধিকার সুপার ভাইজার বর্ষা সরকারসহ উক্ত সংগঠনের সহায়ক ও সদস্য বৃন্দ।
এফআর/অননিউজ