মোল্লাহাটে রবিবার(৪ মার্চ) ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প’র সহযোগিতায় ও অস্ট্রেলিয়ান এইড এবং ট্রান্সফর্ম এইড, বাংলাদেশ এর অর্থায়নে শিশু নির্যাতন, বাল্য বিবাহ. মাদক ও শিশু শ্রম প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলাধীন চাউলটুরি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ব্যাপ্টিষ্ট’র ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউপি সদস্য আইয়ুব আলী মোল্লা, লাইভলী হুড সুপার ভাইজার যোহন বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী নরেন্দ্র নাথ পাহান, সিমন কুমার ত্রিপুরা। সঞ্চালনা করেন ভিডিএফ সভানেত্রী পুষ্পলতা খান প্রমুখ।
এফআর/অননিউজ