মোল্লাহাটে বুধবার(১৩ মার্চ) সকালে ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প’র সহযোগিতায় ও অস্ট্রেলিয়ান এইড এবং ট্রান্সফর্ম এইড, বাংলাদেশ এর অর্থায়নে, উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় জলবায়ু সহনশীল আধুনিক সবজী উৎপাদনের কৌশল, চাষ বিষয়ে কৃষকদের ওরিয়েন্টেশন, সবজীর বীজ ও পোকা দমনের উপকরণ বিতরন করা হয়েছে। উপজেলাধীন কোদালিয়া ও আটজুড়ী ইউনিয়নের নির্বাচিত কৃষকবৃন্দ এ প্রশিক্ষনে অংশগ্রহন করে।
উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। সভাপতিত্ব করেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ। আরো উপস্থিত ছিলেন ব্যাপ্টিষ্ট’র ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, লাইভলী হুড সুপার ভাইজার যোহন বিশ্বাস, প্রকল্প সহায়ক সুজন সরকারসহ কৃষক ও কৃষানী বৃন্দ প্রমুখ।
এফআর/অননিউজ