মোল্লাহাটে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরী ও ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষন ও সার তৈরী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার(১৭এপ্রিল) সকালে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প(এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় এবং উপজেলা কৃষি অফিসের সহায়তায় আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের নির্বাচিত কৃষকদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের অডিটোরিয়ামে ২দিন ব্যাপী প্রশিক্ষন শেষে কৃষকদের মাঝে আব্দুল্লাহ সেনেটারী থেকে উক্ত সরঞ্জাম বিতরণ করা হয়।
সার্বিক তত্তাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। আরো উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস, উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার প্রকাশ দাস, সুপারভাইজার যোহন বিশ্বাস ও বর্ষা সরকার, হিসাবরক্ষন কর্মকর্তা জন পলসহ মাঠকর্মিগন।