বাগেরহাটের মোল্লাহাটে দুর্যোগ ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন এবং দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬ ফেব্রুয়ারী) সকালে চাউলটুরী মাধ্যমিক বিদ্যালয়ে, ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প(এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় এবং মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত মহড়ায় প্রশিক্ষনদেন ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো কামরুল ইসলাম।
সার্বিক তত্তাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। আরো উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, শিক্ষক মৃনাল বাবু, উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার প্রকাশ দাসসহ বিভিন্ন শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, সেচ্ছাসেবক ও মাঠকর্মিগন।