মোহাম্মাদ আলী মোহন,বাগেরহাট।।
মোল্লাহাটে সোমবার (২২মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের গোল চত্তরে আলোচনা সভা ও ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হয়। সেবা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) (ভারপ্রাপ্ত) খন্দকার রবিউল ইসলাম। সেবা গ্রহীতারা স্মার্ট অনলাইন সেবা পেয়ে খুবই আনন্দ প্রকাশ করে। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক এম এম জাকির হোসেন, মীর মাসুদসহ সেবা গ্রহীতাগন প্রমুখ।
এসকেডি/অননিউজ