মোল্লাহাটে সোমবার(১১মে) ভ্রাম্যমান আদালত জাটকা বিরোধী এক অভিযান পরিচালনা করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জাটকা বিরোধী এ অভিযানে ২জনকে ২হাজার টাকা জরিমানা ও ১২ কেজি জাটকা জব্দ করেন।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স।