মোল্লাহাটে মঙ্গলবার (১০ জানুয়ারি) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজনে, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের ১৬ ও ১৭তম ব্যাচের ৩মাস প্রশিক্ষন সুবিধাভোগীদের মাঝে চেক বিতরন করা হয়েছে।
মোট ১শত জন প্রশিক্ষনার্থীর মাঝে মাথাপিছু ১২হাজার টাকা করে ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃ দাঃ) মোসাঃ সুমিতাই ইয়াসমিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রশিক্ষক অশোক কুমার, খাদিজা আক্তার, সাথী মল্লিক, মোঃ মাসুদুর রহমান খান, শারমিন আক্তার প্রমুখ।