বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার(২৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যেগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাস্তবায়নে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষন কর্মশালার প্রধান অতিথি ও মুখ্য আলোচক বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ভার্চুয়ালী স্বাগত বক্তব্যদেন এবং প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন।
উক্তানুষ্ঠানে আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। অন্যান্যদের মাঝে কর্মশালায় অংশগ্রহন করেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, ওসি তদন্ত , মতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোল্লা মিজানুর রহমান, মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহকারী প্রোগ্রামার তানিয়া ফেরদেসী, তথ্য আপা প্রকল্পের সমন্বয়কারী যুথিকা বিশ্বাস সহ বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, ইমাম ও শিক্ষক প্রতিনিধি প্রমুখ।