বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে মঙ্গলবার(৩০মে) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা, সমন্বয়, ভোক্তা অধিকার এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নমেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা সমুহে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, অফিসার ইনচার্জ সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুব রহমান জুয়েল, সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, পল্লি বিদ্যুৎ ডিজিএম সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ ও উম্মে হামিমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রমুখ।
এফআর/অননিউজ