মোল্লাহাটে বুধবার(২ ফেব্রুয়ারি)) যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, প্রভাতফেরী, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা, সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইশহাক, পিআইও মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও উম্মে হামিমাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক ও এনজিও কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানমালা উপস্থপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
এফআর/অননিউজ